আমাদের সম্পর্কে

আজ তারুণ্যের চারপাশের পৃথিবী যেন বিরান মরুউপত্যকা। যেদিকে চোখ যায় শুধুই মরীচিকার হাতছানি। তারউপর অন্তহীন রুক্ষপ্রান্তর জুড়ে ছড়িয়ে রয়েছে বেশুমার অন্তর্ঘাতী চোরাবালি। ভাবলেই, কপাল সংকুচিত হয়ে আসে, রেখাগুলো গভীর হয়, একসময়ের দুনিয়া বদলে দেওয়া তারুণ্য আজ ফেঁসে গেছে শতশত ফিতনার অন্তর্জালে। তাদের জীবনীশক্তি পুরোপুরি কলুষিত হওয়ার পথে। তারুণ্যের সম্ভাবনার সকল দুয়ারের যেন ভেঙ্গে পড়ছে উহুদসম পাথুরে সবপাহাড়। এদিকে মাঝসাগরে প্রলয়ংকারী ঝড়ে পতিত বিশ্বমানবতার আর্তচিৎকারে আকাশ দ্বিখণ্ডিত হওয়ার উপক্রম। কবে? কবে জেগে উঠবে তারুণ্য? কবে বিশ্বমানবতাকে রক্ষা করতে নূহের নৌকার মত দিগন্তে উদ্ভাসিত হবে তারুণ্যের জাহাজগুলো! নিরাশা আর হতাশার অন্ধকারময় প্রান্তরে আশার বার্তা হল তারুণ্যেরই ছোট্ট একটি দল উঠে দাঁড়িয়েছে। তারা সংকল্পবদ্ধ হয়েছে দুর্গম মরুপ্রান্তরে তাদেরই আটকে পড়া ভাই-বোনদের উদ্ধার করে ফিরিয়ে আনবে সফলতার উদ্যানে। তারা অলরেডি ছোট ছোট কদমে শুরু করেছে- তাদের স্বপ্নের প্রকল্প – ‘ইসলাম জোন; একটি স্বপ্নময় মহাসড়ক। যে সড়ক ধরে পরিত্রাণের পথ খুঁজে নিতে পারে অন্ধকারের গোলকধাঁধায় ফেঁসে যাওয়া কোটি কোটি সম্ভাবনাময় তরুণ। ইসলামজোনের লক্ষ্যপূরনে সংখ্যায় ক্ষুদ্র হলেও আছে তারুণ্যের উদ্যমী, কঠোরপরিশ্রমী, প্রোডাক্টিভ, ক্রিয়েটিভ ও প্যাসনেট কিছু ভাইয়েরা। তাঁরা নিজেদের জীবনের মূল্যবান অধ্যায়কে উতসর্গ করেছে বটে, কিন্তু সামনে চ্যালেঞ্জ তো অনেক। সমস্যাগুলো দিন দিন বেড়েই চলেছে। আইডেন্টিটি ক্রাইসিস, এলজিবিটি+, ড্রাগ, রেইপ, চাইল্ডএবিউজ, অশ্লীলতা, পর্ণগ্রাফি, haram relationship, anxiety & depression…। ( দীর্ঘশ্বাস)

আমরা সমাজ ও মনোবিজ্ঞানীদের শরানপন্ন হয়েছিলাম, তাঁরা বললেন- The problem is a lack of vision and purpose in life.  আমরা গিয়েছিয়াম সন্মানিত আলিম-উলামাদের খিদমাতে, উনারা শোনালেন, মানুষ নিজের রব কে ভুলে গিয়ে নিজ নাফসের গোলামিতে ফেঁসে যাচ্ছে। অতঃপর ইসলাম জোনের ফাউন্ডার ভাইদের মনে চলতে থাকে নানা জল্পনা-কল্পনা, সেসবের কিছু প্রতিচ্ছবি হল-

🎯 তরুণদের ইসলামের সঠিক নির্যাস ও মর্ম উপলব্ধি করাতে পারে এমন উপযুক্ত প্লাটফর্ম সৃষ্টি করতে হবে।

🎯 যা একটি অনন্য প্লাটফর্ম হতে হবে; তারুণ্যের মনোস্তত্ব অনুসারে সাজানো।

🎯 এটি তরুণদের জন্য এমন একটি সমৃদ্ধ প্লাটফর্ম হতে হবে যেখনে তাঁরা শুধু প্রশান্তির খোঁজ পেয়েই বসে থাকবেনা না বরং দ্বীনচর্চায় এমনভাবে এগিয়ে যাবে যাতে তাঁরা আগামীর নেতৃত্ব গ্রহণ করতে পারে।

🎯 তারুণ্যকে এমন এক দৃষ্টিভঙ্গি ও জীবনধারা দিয়ে সজ্জিত করতে হবে যাতে তাঁরা সময় অপচয়কারী অহেতুক কাজকর্ম থেকে বিরত হয়ে আল্লাহ সুবহানাহু তা আলার নৈকট্য লাভ করতে পারে।

🎯 যুবকদের এমনভাবে প্রশিক্ষণ দিতে হবে যাতে তাঁরা অণুকরনীয় চরিত্রে পরিণত হতে পারে। যা কিনা সত্যিকার ইসলামীসমাজ পূনর্জাগরনের অনিবার্য চাহিদা।

এই সবই ছিল একদল স্বপ্নচারীর নেকবাসনা। তবে স্বপ্ন যত বড় হয়, তা পূরণের চ্যালেঞ্জও তত কঠিন হয়। তবুও আলাহ সুবহানাহু ওয়া তা আলার মেহেরবানিতে, ভেতরের নানা জল্পনা-কল্পনা, চিন্তাভাবনারপাহাড় পেরুনোর পাশাপাশি বাইরের জগতের নানা সীমাবদ্ধতা ডিঙ্গিয়ে ইসলামজোন একটি কংক্রিট ভিশন এন্ড মিশন নির্ধারন করতে সক্ষম হয়।

আমাদের ভিশন

ইসলামজোনের লক্ষ্য হল আন্তরিক ভালোবাসায় যত্নসহকারে যুবকদের মাঝে mentoring এবং guiding এর মাধ্যমে কাজ করা যাতে তারা এমন প্র্যক্টিসিং মুসলিমে পরিণত হতে পারে, যারা বিদ্যমান দুনিয়ার নাড়িনক্ষত্র সম্পর্কে ওয়াকিবহাল ( ওয়া কিব হাল) এবং কুরআন ও সুন্নাহর একনিষ্ঠ অনুসারী; ঠিকযেমন ছিলেন, প্রিয়নবীর (সঃ) সাহাবারা, যারা দ্বীনের বার্তা বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছিলেন। In a short ইসলামজোনের ভিসন - “Establishing Inspiring Role Models Across the World”

আমাদের মিশন

তরুণদের মাঝে তাদের জন্য সহজলভ্য, বন্দুত্বপূর্ণ ও উপযুক্ত পরিবেশে guiding, equipping and mentoring এর মাধ্যমে- - সঠিক আক্বীদা ও তাজকিয়া নিহিত দ্বীনের মজবুত ভিত্তি গড়ে তোলা। - স্কিলস ও ইন্টেলেক্ট ডেভেলপ করা। - শারীরিক সুস্থতা অর্জনের জন্য প্রশিক্ষণ ও উৎসাহ প্রদান করা। যাতে তারা জীবনের প্রতিটি ক্ষেত্রে নেতৃত্ব দিতে পারে এবং দ্বীন ও দুনিয়ার বিশুদ্ধ লেন্সে ভবিষ্যতের সঠিক পরিবর্তনের সূচনা করতে পারে। In a short ইসলামজোনের মিশন - “Nourishing the mind, body, and spirit through enjoyable and relatable activities, shaping the leaders of tomorrow.” পরিশেষে বলবো, ‘ইসলামজোন’ শুধুই একটি প্রকল্প নয়, এটি একটি স্বপ্ন। আলহামদুলিল্লাহ, ইসলামের এই দূর্দিনে এটি শুরু হয়েছে; ইনশাআল্লাহ, এটি সেদিনও থাকবে যেদিন প্রত্যেক কাঁচাপাকা ঘরে ইসলাম পৌঁছে যাবে।